হাওরের ভেতর খেতে কাজ করতে যাচ্ছেন দুই কৃষক। চামাউড়াকান্দি হাওর, সিলেট, ১৫ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৩ / ২৪
ধানের বীজতলায় কাজ করছেন মা। তাঁর কোলে ছোট্ট মেয়ে নুসরাত। চামাউড়াকান্দি হাওর, সিলেট, ১৫ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৪ / ২৪
শীতের সকালে গায়ে রোদ মাখাচ্ছেন এক বৃদ্ধ। শিরোমনি, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৪
ঘেরের পাশের সুরক্ষা বেড়ার খুঁটিতে বসে আছে এক ফিঙে। দেয়ানা, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৪
বেড়া জাল দিয়ে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ করছেন জেলেরা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৫ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৪
বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি এর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে পথনাটক। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ জানুয়ারিছবি: আবদুর রহমান
৮ / ২৪
বরইগাছের চারা ট্রাকে তুলছেন শ্রমিকেরা। পিরোজপুরের নার্সারি থেকে এই চারা সড়কপথে ফরিদপুরে পাঠানো হচ্ছে। অলংকারকাঠি, নেছারাবাদ, পিরোজপুর, ১৫ জানুয়ারিছবি: সাইয়ান
৯ / ২৪
চারা তৈরির জন্য নার্সারিতে ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে মাটি ভরছেন এক শ্রমিক। অলংকারকাঠি, নেছারাবাদ, পিরোজপুর, ১৫ জানুয়ারিছবি: সাইয়ান
১০ / ২৪
পৌষ শেষে শুরু হয়েছে মাঘ মাস। দেশের অনেক অঞ্চলে এখন হাড় কাঁপানো শীত। এরই মধ্যে সকালে জবুথবু হয়ে গন্তব্যে যাচ্ছেন লোকজন। হাসনাবাজার এলাকা, রংপুর শহরতলি, ১৫ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ২৪
বরজ থেকে পান তুলে এনে বাড়ির উঠানে চলছে বাছাই। এরপর সেগুলো বিক্রি করা হবে। ৮০টি পান আকারভেদে বিক্রি হয় ২০ থেকে ১৪০ টাকায়। রতিরামপুর, রংপুর, ১৫ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১২ / ২৪
রেলপথ ধরে ফেরি করে কলা বিক্রির জন্য বের হয়েছেন মিজানুর রহমান। সান্তাহার রেলওয়ে জংশন, আদমদীঘি, বগুড়া, ১৫ জানুয়ারিছবি: সোয়েল রানা
১৩ / ২৪
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীপূজা আগামী ৩ ফেব্রুয়ারি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। রাজেশ্বরী কালীবাড়ী, কুমিল্লা, ১৫ জানুয়ারিছবি: এম সাদেক
১৪ / ২৪
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলে আঁটি বাঁধছেন পাহাড়ি নারী ও পুরুষ। ডলুপাড়া, বান্দরবান, ১৫ জানুয়ারিছবি: মংহাইসিং মারমা
১৫ / ২৪
বিক্রির জন্য তৈরি বাঁশ ও বেতের ঝুড়িতে রং করছেন এক কারিগর। কাপ্তান বাজার, কুমিল্লা, ১৫ জানুয়ারিছবি: এম সাদেক
১৬ / ২৪
বাজারে মুড়ির চাহিদা সব সময়ই থাকে। বরিশাল থেকে ট্রাকে করে ফরিদপুরে মুড়ি এনেছেন এক ব্যবসায়ী। বরিশালে প্রতি কেজি মুড়ি ৫০ টাকা দরে সংগ্রহ করেছেন তিনি। বিক্রি করবেন ৯০ টাকা কেজি দরে। গোয়ালচামট, ফরিদপুর, ১৫ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৭ / ২৪
১৮. মহাসড়কে অহরহ চলছে নিষিদ্ধ তিন চাকার যান। এসব যানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ইট ভাঙার যন্ত্রও। ঝুঁকিপূর্ণ এই যানগুলোর কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ডাকবাংলো, নুরপুর, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৪
কুয়াশা ও রোদ থেকে চারাগুলোকে রক্ষা করতে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। আবার সময়মতো সেই পলিথিন সরিয়ে নিচ্ছেন কৃষিশ্রমিকেরা। কৃষিখামার, টেবুনিয়া, পাবনা, ১৫ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১৯ / ২৪
দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। শীত জেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সীতাগ্রাম, পঞ্চগড়, ১৫ জানুয়ারিছবি: রাজিউর রহমান
২০ / ২৪
গোয়াহরি বিলে প্রতিবছরের মতো এবারও মাঘ মাসের প্রথম দিন ঘটা করে অনুষ্ঠিত হয়েছে ‘পলো বাওয়া উৎসব’। নারী, পুরুষ, শিশু, কিশোর—গ্রামের সবাই মিলে একসঙ্গে মাছ ধরার এই ঐতিহ্য প্রায় ২০০ বছরের। বিশ্বনাথ, সিলেট, ১২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২১ / ২৪
‘পলো বাওয়া উৎসবে’ মাছ শিকারে ব্যস্ত সবাই। বিশ্বনাথ, সিলেট, ১২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২২ / ২৪
গোয়াহরি বিলে মাছ শিকার শেষে ঘরে ফেরা। বিশ্বনাথ, সিলেট, ১২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২৩ / ২৪
পাশেই পদচারী–সেতু। সেটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়ে প্ল্যাটফর্মে উঠছেন যাত্রীরা। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। সান্তাহার রেলওয়ে জংশন, আদমদীঘি, বগুড়া, ১৪ জানুয়ারিছবি: সোয়েল রানা
২৪ / ২৪
টেলিস্কোপে মহাকাশ দেখতে শিক্ষার্থীদের ভিড়। মানমন্দির, বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৫ জানুয়ারি।ছবি: সাদিক মৃধা