একঝলক (১৭ মার্চ ২০২৫)

১ / ২১
গভীর নলকূপের পানি প্লাস্টিকের জারে ভরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও চায়ের দোকানে সরবরাহ করেন বিক্রেতা জালাল শেখ। প্রতি জার পানি ২০ টাকা দরে বিক্রি করে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন তিনি। কোমরপুর, ফরিদপুর, ১৭ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২ / ২১
সড়ক বিভাজকে ফুটে আছে নজরকাড়া বাগানবিলাস ফুল। কদমতলী সড়ক, সিলেট, ১৭ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
খরার মৌসুমে খালের পানি কমে গেছে। স্থানীয় যুবকেরা খালের কিছু অংশে বাঁধ দিয়ে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরিয়েছেন মাছ পাওয়ার আশায়। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ১৭ মার্চ
ছবি: সাইয়ান
৪ / ২১
সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে রয়েছে ছোট-বড় চারটি ফোয়ারা। এসব ফোয়ারা কয়েক বছর ধরে অচল পড়ে আছে। অযত্ন-অবহেলায় ফোয়ারাগুলো হারিয়েছে সৌন্দর্য। ফোয়ারার যন্ত্রাংশে ধরেছে মরিচা। জমে থাকা পানিতে জন্মেছে শেওলা ও ময়লা-আবর্জনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৭ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৫ / ২১
গ্রামে–মহল্লায় বিক্রি করার জন্য ভ্যানে করে কাঠের তৈরি তৈজসপত্র ও খেলনা নিয়ে বের হয়েছেন তিনি। শলুয়া বাজার, ডুমুরিয়া, খুলনা, ১৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
ধর্ষণের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। চারুকলা অনুষদের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ২১
বাগদা চিংড়িঘেরে শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে লাঙল দিয়ে মাটি উল্টে দিচ্ছেন ঘেরচাষি। এতে করে চিংড়িঘেরের মাটি শুকিয়ে ক্ষতিকর জীবাণু নাশ হয়। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার দুই ক্ষুদ্র ব্যবসায়ী স্যান্ডেল নিয়ে রংপুরের গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছেন। মমিনপুর, রংপুর, ১৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
গাছ থেকে বেল পেড়ে তা চূর্ণ করে শুকাতে দেওয়া হয়েছে রোদে। এরপর এসব ব্যবহৃত হবে ভেষজ চিকিৎসায়। খোলাবাড়িয়া, লক্ষ্মীপুর, নাটোর, ১৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
সবুজ লতানো গাছে থোকা থোকা বুনো ফুল। মগাছড়ি টিলা, কাউখালী, রাঙামাটি, ১৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
নাটোরের গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে ঔষধি গাছ অ্যালোভেরা চাষ হচ্ছে। এসব গাছের পাতা জমি থেকে তুলে বিক্রি হয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, রপ্তানি হচ্ছে দেশের বাইরে। মানভেদে প্রতি মণ অ্যালোভেরা ৬০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়। খোলাবাড়িয়া, লক্ষ্মীপুর, নাটোর, ১৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১২ / ২১
যন্ত্রের সাহার্যে চাষ দিয়ে জমি থেকে আলু বের করছেন কৃষক। শাহবাজপুর, রংপুর, ১৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
ঘুড়ি ওড়ানোর মৌসুম চলছে, তাই বাহারি রঙের বিদেশি মডেলের ঘুড়ি বিক্রি করতে এসেছেন আবদুর রশীদ। ঘুড়ি কিনতে ভিড় করছেন নানা বয়সের মানুষ, প্রতিটি আকারভেদে বিক্রি করছেন ১৫০ থেকে ৩০০ টাকায়। আদালত চত্বর, রংপুর, ১৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
দৃষ্টিনন্দন অর্কিড ফুল প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়েছে। রাজদ্বীপ, রাঙামাটি, ১৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২১
রোজার মাসে তাপপ্রবাহের কারণে গরমে অতিষ্ঠ নগরবাসী। গরমে স্বস্তি পেতে লেকের পানিতে গোসল করছে দুই শিশু। চন্দ্রিমা উদ্যানের ক্রিসেন্ট লেক এলাকা, ঢাকা, ১৭ মার্চ
ছবি : সাজিদ হোসেন
১৬ / ২১
মনু নদ পার হয়ে অপর পাড়ে গরু নিয়ে যাচ্ছেন এক তরুণ। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ১৭ মার্চ
ছবি: আকমল হোসেন নিপু
১৭ / ২১
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রিকশায় বসে বৃষ্টির পরশ নিচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৭ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২১
নতুন সবুজ পাতায় ছেয়ে গেছে মেহগনিগাছ। শ্যামপুর চিনিকল এলাকা, রংপুর, ১৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে সিলেটের বিমানবন্দরে শুভেচ্ছা জানান ফুটবলপ্রেমীরা। হামজা চৌধুরী এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ১৭ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
ফুলের ওপর উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, ১৭ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
২১ / ২১
এই সময়ে অল্প বৃষ্টিকে আমের জন্য আশীর্বাদস্বরূপ বলছেন আমচাষিরা। সাগরপাড়া, রাজশাহী, ১৭ মার্চ
ছবি: শহীদুল ইসলাম