একঝলক (৩১ মার্চ ২০২৫)

১ / ৫
বেড়িবাঁধ ভেঙে গেছে। ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় লোকজন। খোটপেটুয়া নদী, আনুলিয়া ইউনিয়ন, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা, ৩১ মার্চ
ছবি: প্রথম আলো
২ / ৫
ঈদের দিনের সকালে কিছু উপার্জনের আশায় পড়ে থাকা বোতল কুড়াতে বের হয়েছেন এই নারী। বাবুপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৩১ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৩ / ৫
ঈদ উপলক্ষে শিশুরা সাজগোজ করে ঘুরতে বেরিয়েছে। গঙ্গাচড়া, রংপুর, ৩১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৫
ঈদের দিন সকাল থেকে প্রকৃতি কুয়াশাচ্ছন্ন। আকাশও মেঘাচ্ছন্ন। সকাল সাতটার দিকের দৃশ্য। কালিদাস, সখীপুর, টাঙ্গাইল, ৩১ মার্চ
ছবি: শফিকুল ইসলাম
৫ / ৫
ঈদের নামাজ শেষে শিশুদের জন্য বেলুন কিনছেন অভিভাবকেরা। পুরানা পল্টন, ৩১ মার্চ
ছবি: দীপু মালাকার