একঝলক (২৫ মার্চ ২০২৫)

১ / ১০
গাছের ডালে বসে আছে হলদে পাখি। মিকশিমিল, ডুমুরিয়া, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
ক্যাকটাস ফুল। সাধনাপুর লুম্বিনী, রাঙামাটি, ২৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
পাহাড়ের পাদদেশে ঝিরির ভেতরে জমে থাকা পানি পাওয়া যায় কি না, তার খোঁজে রওনা হয়েছেন এ তরুণ। শুকর ছড়ি, রাঙামাটি, ২৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
ধানের খেতে পোকামাকড় দমন করতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন উপলক্ষে পানি ছিটিয়ে মাঠ প্রস্তুতের কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বেলস পার্ক, বরিশাল নগর, ২৫ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ১০
ঈদ উপলক্ষে বাড়িতে সেমাই তৈরি করে রোদে শুকাতে দেওয়া হয়েছে। শুকানোর পর তা বিক্রি করা হবে। বল্লভবিষু, কাউনিয়া, ২৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। সেখানে কাদাপানিতে মাছ ধরার চেষ্টা করছেন এক ব্যক্তি। কুকরুল, রংপুর, ২৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
রাত পোহালেই ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে শহীদ মিনার পরিষ্কারের কাজ চলছে। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
পানি কমে যাওয়ায় পুরোনো সেতুর পরিত্যক্ত খুঁটি দৃশ্যমান হয়েছে। তার ওপর বসে আছে একটি পানকৌড়ি। মনু নদের চাঁদনীঘাট, মৌলভীবাজার, ২৫ মার্চ
ছবি: আকমল হোসেন
১০ / ১০
খালের পানিতে বিচরণ করা পাতিহাঁসের দলকে খাবার ছিটিয়ে দিচ্ছেন হাঁসের মালিক। চাঁনপুর, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২৪ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ