একঝলক (২১ আগস্ট ২০২৪)

১ / ১৫
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। প্রবর্তক মোড়, চট্টগ্রাম, ২১ আগস্ট
ছবি: জুয়েল শীল
২ / ১৫
কৃষকের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে পটোল কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। সেগুলো বস্তায় ভরা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাওয়ার জন্য। বিদিরপুর বাজার, মোহপুর, রাজশাহী, ২১ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১৫
পথের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন মাধবীলতা ফুল। শাহনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২১ আগস্ট
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
বরিশাল থেকে আসা আমড়া বাছাই করে আলাদা আলাদা টুকরিতে রাখছেন এই বিক্রেতা। মানভেদে এসব আমড়া ১৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। চারারগোপ ফলের আড়ত এলাকা, নারায়ণগঞ্জ, ২১ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৫
মৌসুমি বায়ুর প্রভাবে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ২১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
চলছে আমন ধান রোপণের মৌসুম। খেত প্রস্তুত শেষে ধানের চারা রোপণ করছেন দুই কৃষক। বদরপুর এলাকা, কৈজুরী , ফরিদপুর, ২১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৫
সড়কের পাশে জুমখেত। সেখান থেকে ফসল তুলে টংঘরে বিক্রি করতে পসরা সাজিয়ে বসেছেন। এক ফেরিওয়ালা পাহাড়ের পেয়ারা কিনেছেন। কামিলা ছড়ি গ্রাম এলাকায়, রাঙামাটি, ২১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৫
বিলের পানিতে পাটের আঁশ ছাড়িয়ে ডোঙায় করে নিয়ে আসছেন এক কৃষক। কাউলিপাড়া এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৫
কৃষকের ঘরে উঠছে আউশ ধান। খেত থেকে আউশ ধান কেটে যন্ত্রের সাহায্য মাড়াই করে নিচ্ছেন কৃষকেরা। সজনী রায়ের ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
রাজবাড়ীর বহরপুর থেকে ভ্যানবোঝাই করে ধানের চারা বিক্রির জন্য আনা হচ্ছে গোয়ালন্দ বাজারে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৫
ইটের ভাটায় বর্ষার পানি। সেই পানি থেকে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। সজনী রায়ের ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৫
সড়কের ওপর দিয়ে ধলাই নদের পানি প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকা, মৌলভীবাজার, ২১ আগস্ট
ছবি: প্রথম আলো
১৩ / ১৫
আদাখেতে নিড়ানি দিচ্ছেন চাষি। দীর্ঘ ৯ মাস এভাবে যত্ন নিতে হয় আদাখেতের। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
প্লাস্টিকের ড্রাম বিক্রির জন্য গ্রামের দিকে যাচ্ছেন এই ব্যক্তিরা। হাতিমপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৫
খাবারের খোঁজে কাঠঠোকরা পাখি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন