একঝলক (২৯ জানুয়ারি ২০২৫)

১ / ১৯
নদীর পাড়ের খেতে চাষ হওয়া শস্যে ফুল এসেছে। ফরিদপুর এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ জানুয়ারি
ছবি: সাজেদুল আলম
২ / ১৯
কাপ্তাই হ্রদে ধরা পড়া বড় কাতলা নিয়ে আসামবস্তি বাজারে বিক্রি করতে এসেছেন এক জেলে। আসামবস্তি, রাঙামাটি, ২৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
নগরের কালীঘাট পাইকারি বাজার থেকে মুড়ি কিনে ট্রাকে তোলা হচ্ছে। কালীঘাট, সিলেট, ২৯ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মাঠে গরু চরাতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নুরুইল, বগুড়া, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১৯
জাল ফেলে মাছ ধরছেন কয়েকজন। লেমুছড়ি, রাঙামাটি, ২৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৯
জমিতে চাষ করা সবজি ঝুড়িতে ভরে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ভাগলপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৯
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি স্থগিত করার পর তেলের ডিপো থেকে তেল নিয়ে বের হচ্ছে একটি ট্যাংকলরি। মেঘনা পেট্রোলিয়াম গেট, খুলনা, ২৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৯
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার হলে ট্রেন চলাচল শুরু হয়। স্বস্তি ফেরে সাধারণ যাত্রীদের মধ্যে। খুলনা রেলস্টেশন, ২৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৯
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীরা ট্রেনে ওঠার জন্য এগিয়ে যাচ্ছেন। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৯
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চেয়ার খেলায় মেতেছে গৌরীপুর সুবল-আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গৌরীপুর আজিজিয়া মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১৯
জানমালের নিরাপত্তা চেয়ে পরিবহন শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন। এতে রুপাতলী বাস টার্মিনাল থেকে বরিশালের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। রুপাতলী, বরিশাল, ২৯ জানুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ১৯
তিস্তার চরে উৎপাদিত মিষ্টিকুমড়া মালয়েশিয়ায় পাঠাচ্ছে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। চাষিদের কাছ থেকে ৯ টাকা কেজিতে কুমড়া কিনে কাগজে মুড়িয়ে বস্তায় ভরে রাখা হচ্ছে। আলালচর, গঙ্গাচড়া, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
তিস্তার বালুচরে সাইকেল ঠেলে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে শিশুটি। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
রুপাতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় বিকল্প পরিবহনে যাত্রীরা গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রুপাতলী বাস টার্মিনাল, বরিশাল, ২৯ জানুয়ারি
ছবি: সাইয়ান
১৫ / ১৯
গবাদিপশুকে খাওয়ানোর জন্য মিষ্টিকুমড়ার লতাপাতা নিয়ে বাড়িতে ফিরছেন এই ব্যক্তি। গাউসিয়া, গঙ্গাচড়া, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। শেষ সময়ে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের কাজ চলছে তড়িৎগতিতে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১৭ / ১৯
বিশ্ব ইজতেমায় যোগ দিতে মাঠে প্রবেশ করছেন মুসল্লিরা। বাটা গেট এলাকা, টঙ্গী, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: আল-আমিন
১৮ / ১৯
কয়েক বছর ধরে পাবনায় ভুট্টার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জমিতে সার ছিটানোর পর নালা তৈরি করে দিচ্ছেন কৃষকেরা। জোতআদম, পাবনা, ২৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৯ / ১৯
বাড়ি থেকে পাঠানো সকালের খাবার কাজের ফাঁকে মাঠে বসেই খেয়ে নিচ্ছেন কৃষকেরা। চরকৃষ্ণপুর, ফরিদপুর, ২৯ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান