বেড়েই চলেছে চৈত্রের রোদ ও গরম। এই রোদ থেকে বাঁচতে মাথায় মাথাল দিয়ে নার্সারিতে পানি দিচ্ছেন মইনুল ইসলাম। পড়াশোনার পাশাপাশি ‘পাতাবাহর’ নামের এ নার্সারিতে গাছের পরিচর্যা করেন তিনি। অনলাইনে বিক্রির জন্য নার্সারির ওয়েবসাইট ও পেজটিও তিনি পরিচালনা করেন। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১ এপ্রিলছবি: হাসান মাহমুদ