একঝলক (০১ এপ্রিল ২০২৫)

১ / ৩
ঈদের পরের দিন স্বজনের জন্য বাড়ির খাবার দেওয়ার ব্যবস্থা করেছে কারাগার কর্তৃপক্ষ। এ জন্য পরিবারের সদস্যরা কারাগারে বন্দী থাকা স্বজনকে খাওয়ানোর জন্য বাড়ির রান্না করা খাবার নিয়ে এসেছেন কারাগার চত্বরে। নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে খাবারগুলো স্বজনের কাছে পৌঁছে দিতে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। জেলা কারাগার চত্বর এলাকা, সদর উপজেলা ফরিদপুর, ১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২ / ৩
বেড়েই চলেছে চৈত্রের রোদ ও গরম। এই রোদ থেকে বাঁচতে মাথায় মাথাল দিয়ে নার্সারিতে পানি দিচ্ছেন মইনুল ইসলাম। পড়াশোনার পাশাপাশি ‘পাতাবাহর’ নামের এ নার্সারিতে গাছের পরিচর্যা করেন তিনি। অনলাইনে বিক্রির জন্য নার্সারির ওয়েবসাইট ও পেজটিও তিনি পরিচালনা করেন। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ৩
ঈদের দ্বিতীয় দিন রাজধানীর রমনা পার্কে শিশুদের নিয়ে পরিবারের সদস্যরা ঘুরতে এসেছেন। ঢাকা, ১ এপ্রিল
ছবি: দীপু মালাকার