একঝলক (২১ মার্চ ২০২৫)

১ / ৮
ঈদের নতুন পোশাক কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। নিউমার্কেট, বগুড়া, ২১ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ৮
বিলে পানি কমায় কচুরিপানা সরিয়ে হাত দিয়ে মাছ ধরছেন এই ব্যক্তি। কবিরপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৩ / ৮
গাজীপুরের শ্রীপুরের প্রায় সব কটি খাল ও নদ-নদীর পানি দূষণে নষ্ট হয়ে গেছে। কিছু খাল হারিয়েছে অস্তিত্ব। এটি লবলং খাল। বর্জ্যের কারণে খালটি স্রোতোধারার পাশাপাশি এর অস্তিত্বও হরিয়েছে। দোখলা গ্রাম, শ্রীপুর, গাজীপুর, ২১ মার্চ
ছবি: সাদিক মৃধা
৪ / ৮
সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। ফুটপাতে ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা। জিন্দাবাজার, সিলেট, ২১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৫ / ৮
ঈদের দিন ঘনিয়ে আসছে। পোশাকের সঙ্গে মানানসই টুপি পছন্দ করতে দোকানে ক্রেতাদের ভিড়। নিউমার্কেট, বগুড়া, ২১ মার্চ
ছবি: সোয়েল রানা
৬ / ৮
খাবার পানি আনতে নারীদের ছুটতে হয় তিন-চার মাইল পথ। দূরের গ্রাম থেকে কলসিবোঝাই পানি নিয়ে বিল পাড়ি দিয়ে নিজ গ্রামে ফিরছেন নারীরা। ভাগবা গ্রাম, কয়রা উপজেলা, খুলনা, ২১ মার্চ
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৭ / ৮
বিক্রি করার জন্য হাটে কলার কাঁদি স্তূপ করে রেখেছেন বাগানিরা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকায় শুক্রবার সাপ্তাহিক হাট বসে। শহর থেকে পাইকারেরা আসেন কলাসহ বিভিন্ন পণ্য কিনতে। পবিত্র রমজান মাসে কলার চাহিদা রয়েছে বেশ। বেচাকেনা হয় জমজমাট। মাচালং, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৮
ঈদ সামনে রেখে ছুটির দিনে মার্কেটে পছন্দের পোশাক খুঁজছেন এক ক্রেতা। শুক্রবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম নগরের চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, ২১ মার্চ
ছবি: জুয়েল শীল