বিক্রি করার জন্য হাটে কলার কাঁদি স্তূপ করে রেখেছেন বাগানিরা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকায় শুক্রবার সাপ্তাহিক হাট বসে। শহর থেকে পাইকারেরা আসেন কলাসহ বিভিন্ন পণ্য কিনতে। পবিত্র রমজান মাসে কলার চাহিদা রয়েছে বেশ। বেচাকেনা হয় জমজমাট। মাচালং, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২১ মার্চছবি: সুপ্রিয় চাকমা