কোমর পানিতে নেমে পাটের আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে ব্যস্ত কৃষকেরা। এ বছর বর্ষাকালে বৃষ্টি কম হওয়ায় পানির অভাবে পাট জাগ দিতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে কৃষকদের। দুবলিয়া কোল, পাবনা, ১৭ আগস্টছবি: হাসান মাহমুদ
৩ / ১৫
বগুড়ার হাসোখালী গ্রামের দইয়ের খ্যাতি দেশজোড়া। বিক্রির জন্য সেই গ্রামে মাটির হাঁড়ি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মহিষাবান গ্রাম, গাবতলী, বগুড়া, ১৭ আগস্টছবি: সোয়েল রানা
৪ / ১৫
বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন দিয়ে খেত পরিচর্যা করছেন দুই কৃষক। বিবির বাজার এলাকা, কুমিল্লা, ১৭ আগস্টছবি: এম সাদেক
৫ / ১৫
আমন ধান রোপণের জন্য শিশুসন্তানকে বসিয়ে মই টেনে জমি প্রস্তুত করছেন এক কৃষক। পসরা এলাকা, গেরদা, ফরিদপুর, ১৭ আগস্টছবি: আলীমুজ্জামান
হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে ড্রামে করে গ্রামাঞ্চলে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। দয়ারামপুর এলাকা, গেরদা, ফরিদপুর, ১৭ আগস্টছবি: আলীমুজ্জামান
৮ / ১৫
জমিতে আবাদ করা কলা কেটে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। পালিচড়া এলাকা, রংপুর, ১৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
৯ / ১৫
পদ্মা নদীতে চাঁই পেতে মাছ ধরছেন নদীপারের এক বাসিন্দা। পালডাংগি এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ১৭ আগস্টছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
ছাগলের পাল নিয়ে মাঠে যাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। বালাচড়া এলাকা, রংপুর, ১৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১১ / ১৫
দুই দিন ধরে বৃষ্টি। তাই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ জায়গায় যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নতুনপাড়া এলাকা, রাঙামাটি, ১৭ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৫
প্রতিবছর বর্ষাকালে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। তবে এই মৌসুমে লাগানো নতুন গাছের মরিচ বাজারে এলে দাম কিছুটা কমতে শুরু করবে। নতুন মরিচগাছের পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক। চর কুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ১৭ আগস্টছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
ব্যাটারিচালিত ও অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন রিকশাচালকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, ১৭ আগস্টছবি: সাজিদ হোসেন
১৪ / ১৫
খুলনা ডুমুরিয়ার আড়ংঘাটা থেকে শাহপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির সিংহভাগ এমন বেহাল, ছোট-বড় গর্ত আর ভাঙাচোরা এই রাস্তায় চলাচলে যানবাহন ও পথচারীকে ভোগান্তি পোহাতে হয়। আমভিটা বাজার, ডুমুরিয়া, খুলনা, ১৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
চরাঞ্চলে উৎপাদিত চালকুমড়া বস্তাবন্দী করা হচ্ছে। এরপর এসব কুমড়া নেওয়া হবে ঢাকার বাজারে। চর কুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ১৭ আগস্টছবি: হাসান মাহমুদ