একঝলক (১৫ আগস্ট ২০২৪)

১ / ১২
শেখ হাসিনা সরকার পতনের রাতে বামুনিয়া পালপাড়ায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয় পালপাড়ার প্রায় ১৩টি পরিবার। মাটির তৈরি পাট ভেঙে ফেলা হয়েছে বিলা রানী পালের। বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া, ১৫ আগস্ট
ছবি: সোয়েল রানা
২ / ১২
নদীর ধারে শরতের আগমনী বার্তা নিয়ে ফুটেছে কাশফুল। এর মধ্যে ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে বাড়িতে ফিরছেন এক কৃষক। পদ্মার চর, পাবনা, ১৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
চলছে কৃষকের পাট ঘরে তোলার মৌসুম। খেত থেকে পাট কেটে এনে কুমার নদে জাগ দিচ্ছেন কৃষকেরা। ভাসান চর এলাকা, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৪ / ১২
গোয়ালন্দে হাইস্কুলের এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, খারাপ ইঙ্গিত প্রদান ও শরীরে হাত দেওয়ার অভিযোগে শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। গোয়ালন্দ, রাজবাড়ী। ১৫ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৫ / ১২
গাছের চারা নৌকায় করে নিয়ে গন্তব্যে যাচ্ছেন চালক। হিমানন্দকাঠি, ঝালকাঠি, ১৫ আগস্ট
ছবি: সাইয়ান
৬ / ১২
আগামী শনিবার সর্পদেবী মনসাপূজা উপলক্ষে মনসার ঘটে রং করতে ব্যস্ত পাল সম্প্রদায়ের প্রিয়াংকা পাল। এই মনসা ঘট আকার অনুযায়ী ১০০ থেকে ৮০০ টাকায় পাইকারদের কাছে বিক্রি করা হয়। এ ছাড়া আশপাশে থাকা গ্রাম্য হাটে এই ঘট বিক্রি করেন পালেরা। হিমানন্দকাঠি, ঝালকাঠি জেলা, ১৫ আগস্ট
ছবি: সাইয়ান
৭ / ১২
স্কুল ছুটির পর ইচিং-বিচিং খেলায় মগ্ন শিশুরা। দামোদর, ফুলতলা উপজেলা, খুলনা, ১৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
তুলাখেতে আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত পাহাড়ি নারীরা। গ্রামীণ নারীরা দল বেঁধে কাজ করেন পাহাড়ে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পের দেওয়া উচ্চ ফলনশীল তুলার বেশ ফলন হয় সেখানে। তাই তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কিছু জুম চাষি পরিবার। সাপছড়ি বোদিপুর গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ১৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
জমি থেকে কচুর মুখি তুলছেন একদল কৃষি শ্রমিক। হরিপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
শ্রাবণ শেষ হলো। এল শরত। প্রকৃতির রূপ বদলেছে সকালবেলার। উঁচু পাহাড় ভোর থেকে সকাল পর্যন্ত মেঘে ঢেকে থাকে। ফুরমোন পাহাড়, সদর উপজেলা, রাঙামাটি, ১৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১২
সকালে জলাশয়ে মাছ ধরে তা বিক্রির জন্য বাছাই করা হচ্ছে। কামদেবপুর এলাকা, রংপুর, ১৫ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
বৃষ্টির মৌসুমে চা-গাছের নিচে আগাছা জন্মে বেশি। এসব আগাছা চা-গাছের জন্য ক্ষতিকর। আগাছা নিধনে ওষুধ ছিটাচ্ছেন চা-বাগানের শ্রমিকেরা। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ১৫ আগস্ট
ছবি: আনিস মাহমুদ