পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর সভাস্থলে দলে দলে যোগ দিতে থাকে মানুষ। নাওডুবি, শরীয়তপুর, ২৫ জুনছবি: আলীমুজ্জামান
২ / ১৭
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ২৫ জুনছবি: সোয়েল রানা
৩ / ১৭
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দীপু মনির নেতৃত্বে আনন্দ র্যালি। চাঁদপুর, ২৫ জুনছবি: আলম পলাশ
৪ / ১৭
সকাল থেকে মাদারীপুর শিবচরে সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। জাজিরা, শরিয়তপুর, ২৫ জুনছবি: সাজিদ হোসেন
৫ / ১৭
সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মাওয়া প্রান্ত, শিমুলিয়া, ২৫ জুনছবি: দীপু মালাকার
৬ / ১৭
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশাল থেকে ৮টি লঞ্চ নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিয়ে সমাবেশস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়। শুক্রবার সন্ধ্যার পর থেকেই উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশস্থলে যাওয়ার জন্য বন্দরে লোকজন উপস্থিত হতে থাকেন। লঞ্চগুলো একযোগে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাওয়ার সময় আতশবাজি ফুটিয়ে উল্লাস করে লঞ্চে উপস্থিত লোকজন। লঞ্চঘাট, বরিশাল নগর, ২৪ জুনছবি: সাইয়ান
৭ / ১৭
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতুর দৈর্ঘ্যের সমপরিমাণ ৬ দশমিক ১৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। নীলফামারী সদর, ২৫ জুনছবি: প্রথম আলো
৮ / ১৭
বানের জলে ভিজে গেছে ধান। ভেজা ধান থেকে পচা গন্ধ বের হচ্ছে। আশ্রয়কেন্দ্রের ছাদে ভেজা ধান শুকাতে দিয়েছেন বানভাসি মানুষ। দশগাঁও নয়াগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্র, গোয়াইনঘাট, সিলেট, ২৫ জুনছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
দেখা দিয়েছে বন্যার পানি। তাই যাতায়াতের একমাত্র বাহন নৌকার ওপর ভরসা করতে হচ্ছে। এ কারণে বেড়েছে নৌকা তৈরি। ১০ হাত লম্বা নৌকা বিক্রি করা হয় ১২ থেকে ১৩ হাজার টাকায়। বথুয়াবাড়ি, শেরপুর, বগুড়া, ২৫ জুনছবি: সবুজ চৌধুরী
১০ / ১৭
পানিতে থই থই করছে নিচু জমি। এরই মধ্যে জমি থেকে কাঁচা ঘাস কেটে ভারে করে বাড়ি ফিরছেন কৃষক হাফিজুর রহমান। বোয়ালকান্দি, খানপুর ইউনিয়ন, শেরপুর, বগুড়া, ২৫ জুনছবি: সবুজ চৌধুরী
১১ / ১৭
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। চলে সেতুর থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশনা। খুলনা জেলা স্টেডিয়াম, খুলনা, ২৫ জুনছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৭
খুলনা জেলা প্রশাসন পদ্মা সেতু নিয়ে পট গানের আয়োজন করে। খুলনা জেলা স্টেডিয়াম, খুলনা, ২৫ জুনছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৫ জুনছবি: শিমুল তরফদার
১৪ / ১৭
খালে–বিলে শাপলা ফুটছে। সাইকেলে করে লাল শাপলা বিক্রি করতে পাড়া–মহল্লায় ঘুরছেন রবিউল ইসলাম। প্রতিটি ফুলের দাম পাঁচ টাকা। কেরানিপাড়া, রংপুর, ২৫ জুনছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে নগরে শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীরা ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কাচারিবাজার, রংপুর, ২৫ জুনছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে বরিশাল জেলা প্রশাসন। এতে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীসহ প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন। জিলা স্কুল এলাকা, বরিশাল নগর, ২৫ জুনছবি: সাইয়ান
১৭ / ১৭
বন্যায় সফুরা বেগমের ঘরের ভেতরের একটা অংশ ভেঙে গেছে। পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মেঝে মাটি দিয়ে ভরাট করছেন। শিমুলতাইড় চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৫ জুনছবি: সোয়েল রানা