যেভাবে বানানো হয় মাটির জিনিস

প্লাস্টিক ও সিরামিকের ভিড়ে হারাতে বসেছে মাটির তৈজসপত্র। মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিস। প্রথমে চাকে মাটি দেওয়া হয়। পরে কাঠের তৈরি মাস্তুল দিয়ে রোদে শুকাতে দেওয়া হয়। এরপর পোড়ানো হয় আগুনে। এভাবেই তৈরি হয় বিভিন্ন আকৃতির তৈজসপত্র। চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর রুদ্ধপাড়া এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ

১ / ১০
নানা ধরনের জিনিস তৈরি করতে চাকে মাটি এনে রাখা হয়েছে
২ / ১০
মাটি দিয়ে জিনিস তৈরিতে ব্যস্ত এক মৃৎশিল্পী
৩ / ১০
হাতে তৈরি হচ্ছে নকশা
৪ / ১০
উঠানে বসে মাটির জিনিস তৈরি করছেন এক নারী
৫ / ১০
মাটির তৈরি বাটি
৬ / ১০
তৈজসপত্র তৈরিতে ব্যস্ত নারীরা
৭ / ১০
কাঠের তৈরি মাস্তুল দিয়ে সোজা করা হয় এসব জিনিস
৮ / ১০
উঠানে রোদে শুকাতে দেওয়া হয়েছে হাঁড়িপাতিল
৯ / ১০
আগুনে পোড়ানোর পর ধরেছে লাল রং
১০ / ১০
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে দোকানে