ঈদের আগে জুতার কারিগরদের ব্যস্ততা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চট্টগ্রামের জুতা ও স্যান্ডেলের কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত সমানতালে চলছে নতুন নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল তৈরির কাজ। নিপুণ হাতে একের পর এক তৈরি করছেন জুতা–স্যান্ডেল। পরে সেসব বিক্রি করা হচ্ছে বাজারে। চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতা–স্যান্ডেলের কারিগরদের ব্যস্ততা নিয়ে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৮
মেশিনে সেলাই করা হচ্ছে জুতা–স্যান্ডেলের অংশ
২ / ৮
স্যান্ডেল বানাতে ব্যস্ত সময় পার করছেন দুই কারিগর
৩ / ৮
মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কাটা হচ্ছে জুতার অংশ
৪ / ৮
নিজেদের বানানো জুতা টেকসই করার কাজ করছেন কারিগরেরা
৫ / ৮
ছোট একটি কারখানার ভেতরে মাচা বানিয়ে ওপরে–নিচে একসঙ্গে কাজ করছেন দুই কারিগর
৬ / ৮
এসব কারখানায় চামড়া আর রেক্সিন দিয়ে বানানো হয় জুতা–স্যান্ডেল
৭ / ৮
সৌন্দর্য বাড়াতে জুতা–স্যান্ডেলে জুড়ে দেওয়া হয় নানান ধাতব উপকরণ
৮ / ৮
জুতা–স্যান্ডেলের সৌন্দর্য বাড়াতে যোগ করা হয় ফিতা ও নকশাদার জরি