শীতের সকালে ঘাঘট নদে মাছ শিকার
কনকনে শীতের সকালে ঘাঘট নদে মাছ ধরছেন জেলে শুকারু দাস। তাঁর মাছ ধরার পদ্ধতিটাও ভিন্ন। পুঁটিসহ ছোট জাতের মাছ ধরতে ছুটছেন নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে তাঁর এই ছুটে চলা। শীতের সকালে ঘাঘট নদে মাছ শিকারের ছবিগুলো রংপুর শহরতলির মন্থনা এলাকা থেকে তোলা—