শীতের সকালে ঘাঘট নদে মাছ শিকার

কনকনে শীতের সকালে ঘাঘট নদে মাছ ধরছেন জেলে শুকারু দাস। তাঁর মাছ ধরার পদ্ধতিটাও ভিন্ন। পুঁটিসহ ছোট জাতের মাছ ধরতে ছুটছেন নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে তাঁর এই ছুটে চলা। শীতের সকালে ঘাঘট নদে মাছ শিকারের ছবিগুলো রংপুর শহরতলির মন্থনা এলাকা থেকে তোলা—

১ / ৯
মাছ ধরতে নদের পানিতে নেমেছেন জেলে শুকারু দাস।
২ / ৯
হাতে একটি ছোট চোঙা আর জাল নিয়ে মাছের খোঁজে এগিয়ে যাচ্ছেন।
৩ / ৯
মাছের অস্তিত্ব টের পেয়ে মাছের খাবার থাকা চোঙাটি ছুড়ে মারছেন।
৪ / ৯
বাঁশের চোঙাটি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে জাল ছোড়ার জন্য দ্রুত প্রস্তুত জেলে।
৫ / ৯
বাঁশের চোঙাটির কাছে এসেছে মাছ, তাই জাল ছুড়লেন।
৬ / ৯
জাল টানছেন ধীরে ধীরে।
৭ / ৯
জালে আটকেছে মাছ। সেই জাল নিয়ে তীরে ফিরছেন।
৮ / ৯
তীরে এসে মাছ রাখছেন পাত্রে। সেখানে একজন মাছ দেখতে এসেছেন।
৯ / ৯
আবার ছুটছেন নতুন কোনো স্থানে।