সিলেটের শাহী ঈদগাহের প্রস্তুতি

সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় নগরের ঈদের প্রধান জামাত। বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদগাহে প্রবেশের জন্য রয়েছে তিনটি দৃষ্টিনন্দন ফটক। পূর্ব দিকে পুকুরে রয়েছে মুসল্লিদের জন্য অজুর ব্যবস্থা রয়েছে। এবারও পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেসব নিয়ে এই ছবির গল্প—

১ / ১০
ঈদগাহের মিনারে রং করা হচ্ছে
২ / ১০
নতুন করে সেজেছে ঈদগাহ প্রাঙ্গণ
৩ / ১০
ঈদগাহে চলছে পরিচ্ছন্নতার কাজ
৪ / ১০
নানা প্রজাতির গাছ রয়েছে ঈদগাহে
৫ / ১০
ঈদগাহের এমন দৃষ্টিনন্দন ফটক সবার নজর কাড়ে
৬ / ১০
ঈদগাহের গাছগুলোর গোড়ায় চুনকাম করা হয়েছে
৭ / ১০
ঈদগাহের ফটকে রং করার কাজ চলছে
৮ / ১০
ঈদগাহের একপাশে রয়েছে এমন দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার
৯ / ১০
ঈদের জামাতের জন্য দাগ টেনে প্রস্তুত করা হয়েছে ঈদগাহ প্রাঙ্গণ
১০ / ১০
ঈদগাহের এই পুকুরে অজু করেন মুসল্লিরা