বান্দরবানের ‘রাজার মাঠে’ মজার খেলা

পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ে চলছে নানা ধরনের উৎসব। পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষ আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং লোকজ ক্রীড়া উৎসব অনুষ্ঠান উদ্‌যাপিত হয় বান্দরবানের রাজবাড়ির মাঠে। এ মাঠ ‘রাজার মাঠ’ নামেই বেশি পরিচিত। সেই মাঠেই দাঁড়িয়াবান্ধা, বস্তাদৌড়, নারীদের দড়িটানা, শিশুদের ইচিং–বিচিং খেলা, মোরগ লড়াই, চোখ বেঁধে মোরগ ধরা—এমন নানান ধরনের খেলা অনুষ্ঠিত হলো। পার্বত্য অঞ্চলের দূরদূরান্ত থেকে আসা মানুষেরাও এই অনুষ্ঠান উপভোগ করে। সেসব খেলা নিয়েই ছবির গল্প।

১ / ৯
দাঁড়িয়াবান্ধা খেলা খেলছেন পাহাড়ি নারীরা
২ / ৯
গুলতি দিয়ে মার্বেল ছুড়ছেন পাহাড়ি এক তরুণ
৩ / ৯
হাঁড়ি মাথায় নিয়ে দৌড়াচ্ছেন নারীরা
৪ / ৯
বস্তাদৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশুরা
৫ / ৯
অনুষ্ঠান দেখছেন দূরদূরান্ত পাহাড় থেকে আসা মানুষ
৬ / ৯
শক্তি পরীক্ষা চলছে, দড়ি টানাচ্ছেন পাহাড়ি নারীরা
৭ / ৯
ইচিং–বিচিং খেলছে শিশুরা
৮ / ৯
মোরগ লড়াইয়ে মত্ত দুই শিশু
৯ / ৯
চোখ বাঁধা অবস্থায় মোরগ ধরার চেষ্টা করছেন খেলায় অংশগ্রহণকারীরা