একঝাঁক বক
গ্রামজুড়ে উঁচু উঁচু বিশাল আম, জাম, কাঁঠাল ও ইউক্যালিপটাসগাছ। বেশ কয়েকটি ছোট–বড় পুকুরও রয়েছে গ্রামটিতে। পুকুরের পাড়জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ। সেখানে পরিবার নিয়ে বসবাস করেন রোজিনা বেগম। তিনি বলেন, প্রায় এক সপ্তাহজুড়ে একঝাঁক পাখি বিভিন্ন গাছে ঠাঁই নিয়েছে। কখনো উড়ে গিয়ে ফসলি জমিতে পড়ছে, আবার কখনো ডানা মেলে মুক্ত আকাশে উড়ছে। পাখির কোলাহলে সময় কাটছে আড়োলা গ্রামবাসীর। বগুড়ার কাহালু উপজেলার আড়োলা গ্রামের পাখি বিচরণের ছবির গল্প
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯