পানির নিচে বান্দরবান শহর

বান্দরবানে টানা বৃষ্টি হচ্ছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরীর পানি। এতে করে প্লাবিত হয়েছে বান্দরবান শহরসহ আশপাশের জনপদ। বিভিন্ন হোটেল–রিসোর্টে আটকা পড়েছেন অনেক পর্যটক। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি ও চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ। অনেক জায়গায় সড়কে উপড়ে পড়েছে গাছ। দুর্গত এলাকার অনেক মানুষই ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। ছবিগুলো গতকাল সোমবার বান্দরবান শহরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ৮
সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সড়ক। জজকোর্ট এলাকা, বান্দরবান
২ / ৮
কোমরসমান পানি পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন মানুষজন। জজকোর্ট এলাকা, বান্দরবান।
৩ / ৮
ঘরে পানি ওঠায় টেলিভিশন নিয়ে নিরাপদ জায়গার দিকে যাচ্ছেন এক ব্যক্তি। জজকোর্ট এলাকা, বান্দরবান।
৪ / ৮
সড়কে হাঁটুসমান পানি। সেই পানি মাড়িয়ে নানা কাজে যাচ্ছেন অনেকে। জজকোর্ট এলাকা, বান্দরবান।
৫ / ৮
আঞ্চলিক মহাসড়ক প্লাবিত হওয়ায় পণ্য নিয়ে আসা ট্রাকগুলো আটকা পড়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা, বান্দরবান।
৬ / ৮
একটি ভবনের নিচতলার প্রায় অর্ধেক পানিতে ডুবে গেছে। সার্কিট হাউসের উল্টো দিকে, বান্দরবান।
৭ / ৮
অনেক আবাসিক ভবনের নিচতলার প্রায় পুরোটাই এখন পানির নিচে। সার্কিট হাউসের উল্টো দিকে, বান্দরবান।
৮ / ৮
একটি টিনের ঘরের কেবল চাল দেখা যাচ্ছে, বাকিটা পানিতে তলিয়ে গেছে। সার্কিট হাউসের উল্টো দিকে, বান্দরবান।