বাহারি নকশার দইয়ের হাঁড়ি
করতোয়া নদীর তীর ঘেঁষে রয়েছে আড়িয়া পালপাড়া। মাটি দিয়ে নানা জিনিস তৈরি করাই পাল সম্প্রদায়ের জনগোষ্ঠীর মূল পেশা। বগুড়ার শাজাহানপুর উপজেলার মহাসড়ক লাগোয়া গ্রামটিতে পাল সম্প্রদায়ের শতাধিক পরিবারের বসবাস। বংশানুক্রমিকভাবে পাল সম্প্রদায়ের মানুষেরা তাঁদের পেশা আঁকড়ে আছেন। বছরের এই সময়ে তাঁরা বেশি তৈরি করেন বাহারি সব নকশার দইয়ের হাঁড়ি। সেই হাঁড়ি তৈরিতে ব্যস্ত পাল সম্প্রদায়ের মানুষদের নিয়ে এই ছবির গল্প
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯