ছবিতে রমনার বটমূলের বর্ষবরণ

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ছায়ানটের এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। সকালে গান আর কবিতায় ছায়ানট বরণ করে নেয় নতুন বছরকে। এই আয়োজন নিয়ে ছবির গল্প—

১ / ৯
সুরে সুরে নতুন বছরকে বরণ করে নেন ছায়ানটের শিল্পীরা
২ / ৯
নববর্ষকে আবাহন জানিয়ে সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো...’
৩ / ৯
সূর্যোদয়ের পর রমনার বটমূল প্রাঙ্গণ মানুষে মানুষে ভরে ওঠে
৪ / ৯
মুঠোফোনে অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখছেন এক দর্শক
৫ / ৯
এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’
৬ / ৯
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষে ভরে ওঠে অনুষ্ঠানস্থল
৭ / ৯
শিল্পীদের পোশাকে দেখা গেছে লাল-সাদার মিশেল
৮ / ৯
মাথায় ফুল গুঁজে বর্ষবরণের আয়োজনে এসেছে এক শিশু
৯ / ৯
মঞ্চে শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান পরিবেশন করছেন