জমজমাট ঈদবাজার

বিপণিবিতান থেকে ফুটপাত—সব জায়গায় ভিড়। জমেছে ঈদবাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। বিক্রির জন্য দোকানিরা ব্যস্ত ক্রেতাদের পছন্দের পোশাক, জুতা, গয়না আর উপহারসামগ্রী দেখাতে। ঈদের নতুন পোশাক আর সাজসজ্জার প্রস্তুতিতে সবার চোখেমুখে আনন্দের ঝিলিক। নতুন পোশাকে ঈদ আনন্দের প্রস্তুতিতে মেতে উঠেছেন দেশের প্রতিটি অঞ্চলের মানুষ। প্রথম আলোর সিলেট, রংপুর, পাবনা ও খুলনা আঞ্চলিক অফিস থেকে সম্প্রতি পাঠানো ছবি নিয়ে এই ছবির গল্প

১ / ১৫
ঈদের কেনাকাটায় অভিভাবকের সঙ্গে এসেছে শিশুটি। সিলেট
ছবি: আনিস মাহমুদ
২ / ১৫
সড়কের পাশে অস্থায়ী দোকানে ঈদের নতুন পোশাক কেনাকাটা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৫
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ভিড় বাড়ছে টুপির দোকানে। সিলেট
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৫
ঈদের পোশাক কিনতে বিপণিবিতানে ক্রেতাদের ভিড়। সিলেট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
পছন্দের পোশাকটি বেছে নিতে কাপড় দেখছে শিশুরা। সিলেট
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
দোকানে রেশমি চুড়ি দেখছেন এক নারী। রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
পাথরের তৈরি মালা হাত বুলিয়ে দেখছেন। রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
সিটি গোল্ডের চুড়ি দেখছেন একজন। রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৫
কানে দুল লাগিয়ে কেমন লাগছে, তা সেলফি মুডে থাকা স্মার্টফোনের পর্দায় দেখছেন এই তরুণী। রংপুর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
গয়না দেখছে দুই শিশু। রংপুর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৫
ঈদবাজারে পোশাকের সঙ্গে মিলিয়ে ওড়না কেনেন নারীরা। তাই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বাহারি ওড়না। প্রকারভেদে ১৫০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এসব ওড়না। পাবনা
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৫
ঈদ শিশুদের নতুন জামার সঙ্গে চাই নতুন জুতা। তাই জুতা পছন্দ করছে এক শিশু। পাবনা
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
ঈদের কেনাকাটা শেষে অনেকেই এখন ঘুরছেন ঘর সাজানোর উপকরণ কিনতে। এসব দোকানে ছবি, শোপিস, কৃত্রিম ফুল থেকে শুরু করে সাজসজ্জার নানা ধরনের উপকরণ বিক্রি হচ্ছে। পাবনা
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
একই স্থানে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় বলে ঈদের কেনাকাটায় বিপণিবিতান পছন্দ অনেকের। তাই ভিড় জমেছে খুলনার বিপণিবিতানগুলোতে। এম এ মজিদ সরণি, খুলনা, ২১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
ঈদ সামনে রেখে খুলনার বিপণিবিতানগুলোতে ভিড় বেড়েছে। এম এ মজিদ সরণি, খুলনা, ২১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন