চা-বাগানে দণ্ডযাত্রা
প্রতিবছর চৈত্র মাসে সিলেটের বিভিন্ন চা–বাগানেই দেখা যায় দণ্ড ব্রতর আয়োজন। টানা ১৩ দিন এই ব্রত চলে। এ সময় কালীপূজা করেন ভক্তরা। ভক্তরা দিনভর উপবাস থাকেন, রাতে সেদ্ধ নিরামিষ ভোগ খান। ব্রত পালনের মধ্য দিয়ে পুরোনো বছরের দুঃখ-কষ্ট দূর আর নতুন বছরটা যেন সুখ-সমৃদ্ধিতে কাটে—এ কামনা করেন ভক্তরা। অনেকেই একে ‘দণ্ডপূজা’ বলেন। প্রতিদিন চা-বাগানের ভেতর দল বেঁধে ভক্তরা দণ্ডযাত্রায় বের হন। ঢাকঢোল আর গানের তালে তাঁরা হাঁটেন। এ সময় বাগানজুড়ে উৎসব শুরু হয়ে যায়। চৈত্র মাসের শেষ দিনে জমজমাট শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় ১৩ দিনব্যাপী দণ্ড ব্রতর। সিলেটের দলদলি চা-বাগানে দণ্ডযাত্রা নিয়ে এই ছবির গল্প।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২