জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪–এর চূড়ান্ত পর্ব
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের পুরকৌশলের শিক্ষার্থীদের উৎসাহ দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ভিন্নধর্মী প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’। জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এ আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং এই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ কার্যক্রমটি সমন্বয় করে। দেশে প্রকৌশলচর্চা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৌশলের শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের আন্তর্জাতিক মানে উন্নীত হতে অনুপ্রেরণা জোগানোই ছিল এ আয়োজনের লক্ষ্য। আজ (২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার) বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল, সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।