আমাদের ‘ছোট নদী’
‘আমাদের ছোট নদী’ নামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রয়েছে। এর চারটি লাইন হলো, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে/ পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি/ দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।’ প্রকৃতিতে বৈশাখ আসি আসি করছে। এখনই প্রমত্ত পদ্মার শাখাগুলোর পানি শুকিয়ে হাঁটুজল হয়েছে। তা পেরিয়ে চলাচল করছে চরাঞ্চলের মানুষজন আর তাঁদের গরু-বাছুর-ঘোড়া। এ যেন ঠিক রবিঠাকুরের সেই কবিতার দৃশ্যপট। পাবনার হিমাইতপুরের চর ঘোষপুরের পদ্মাঘাট এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা-
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯