মাঠে সবুজ আমন

বাংলার কৃষকের কাছে হেমন্ত মানে নতুন ধানে নবান্ন। মৌসুমের এই সময়ে ফসলের মাঠে সবুজ আমন ধান মাথা তুলে দাঁড়িয়েছে। কয়েক দিন পরেই সোনালি রং ধারণ করবে সেগুলো। তখন ধান কাটায় ব্যস্ত সময় পার করবেন কৃষকেরা। এবার আমনের ফলন ভালো হবে বলে আশা সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর কৃষকদের। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল, তেলিখাল, শান্তিরবাজার ও বরমসিদ্দিপুর গ্রাম থেকে তোলা ছবি নিয়ে এ গল্প।

১ / ১০
পাহাড়ের কোলে সবুজ আমন ধানের খেত।
২ / ১০
আমন খেতের মধ্যে খালি জায়গায় ঘাস খাচ্ছে একটি ছাগল।
৩ / ১০
আমন ধানের খেতের ওপাশেই পাহাড়। মাঝে সবুজে মোড়ানো গ্রামে বাড়িঘর।
৪ / ১০
ধানখেতের মাঝে ‍কুয়াশামাখা শান্তিরবাজার গ্রাম।
৫ / ১০
খাগাইল গ্রামে সবুজ ফসলের মাঠ।
৬ / ১০
হিঙ্গিডুবি হাওরে এখন সবুজের সমারোহ।
৭ / ১০
কিছুদিন পরেই সোনালি রং ধারণ করবে আমন ধান।
৮ / ১০
তেলিখাল গ্রামে আমন ধানের খেত।
৯ / ১০
মাথা উঁচিয়ে আছে আমন ধানের শিষ।
১০ / ১০
কোথাও কোথাও পাকতে শুরু করেছে আমন ধান।