পাহাড়ে বর্ষবরণে উৎসব

পুরোনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা নামে উৎসব উদ্‌যাপন করছেন। চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিজু উৎসব আজ শনিবার শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব। উৎসবের প্রথম দিনে নদী, ছড়া, ঝরনাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করেছেন নারী, পুরুষ আর শিশুরা। আজ শনিবার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও ঢাকার বিজু উৎসব থেকে ছবিগুলো তোলা হয়েছে।

১ / ৮
ঝুড়িতে থাকা ফুল কলাপাতায় সাজিয়ে নেওয়া হচ্ছে। হাধাঙাঝি বিল, রাঙামাটি, ১২এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৮
সাতসকালে ফুল ভাসাতে তরুণ-তরুণীদের ভিড়ে শঙ্খ নদের তীর উৎসবমুখর হয়ে ওঠে। শঙ্খ নদের পাড়, বান্দরবান, ১২ এপ্রিল
ছবি: মংহাইসিং মারমা
৩ / ৮
কলাপাতায় ফুল ভাসানো হয়েছে। রাজবন বিহার, রাঙামাটি, ১২ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৮
পাহাড়ি নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক এবং অলংকার পরে কাপ্তাই হ্রদে ফুল ভাসান। কেরানী পার্ক, রাঙামাটি, ১২ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৮
ফুল বিজু উপলক্ষে চেঙ্গী নদীর কাছে মানুষের ভিড়। রাবার ড্যাম, পানছড়ি, খাগড়াছড়ি, ১২ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ৮
বৈসুক, সাংগ্রাই, বিজু, চাংক্রান, বিষু, সাংলান ও সাংগ্রাইং উৎসব উপলক্ষে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা আনন্দে মেতে ওঠেন। রমনা পার্ক, ঢাকা, ১২ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৮
চেঙ্গী নদীতে ফুল ভাসানোর পর পানি নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। রাবার ড্যাম, পানছড়ি, খাগড়াছড়ি, ১২ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ৮
বিজু উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি। মিন্টো রোড, ঢাকা, ১২ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ