জাম ফুলে মৌমাছির আনাগোনা

গ্রামের পথের ধারে পাশাপাশি দুটি জামগাছ। চৈত্রের শেষভাগে এসে ফুলে ছেয়েছে গাছ দুটি। ফুল থেকে মধু সংগ্রহে ছুটে এসেছে মৌমাছির ঝাঁক। গাছের ডালে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছে পাখি। খরতাপে গাছের ছায়ায় বসে খানিক জিরিয়ে নিচ্ছেন কৃষক। সম্প্রতি এমন প্রশান্তিময় দৃশ্য দেখা গেল বগুড়ার শাজাহানপুরের বীরগ্রাম হিন্দুপাড়ায়

১ / ৭
ফুলে ফুলে ছেয়ে গেছে জামগাছ
২ / ৭
থোকায় থোকায় ফুটে থাকা জাম ফুলে মধুর খোঁজে এসেছে মৌমাছি
৩ / ৭
বাহারি জাম ফুলে বসেছে মৌমাছি
৪ / ৭
জামগাছের ডালে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছে পাখি
৫ / ৭
জামগাছের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছেন কৃষকেরা
৬ / ৭
জোড়া জামগাছের ডালে ডালে ফুল ফুটেছে
৭ / ৭
গ্রীষ্মের শুরুতে জাম ফুল থেকে জন্মাবে ফল