জাতীয় গণিত উৎসব

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫ ও ২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই উৎসবে যোগ দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে উৎসবের ২৩তম পর্বের উদ্বোধন হয়। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। দুই দিনের এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব হবে আগামীকাল শনিবার।

১ / ১২
জাতীয় গণিত উৎসব ২০২৫–এ অংশ নেওয়া এক শিক্ষার্থীর মাথায় জাতীয় পতাকা বেঁধে দিচ্ছেন অভিভাবক।
২ / ১২
উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অতিথিরা।
৩ / ১২
উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
৪ / ১২
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।
৫ / ১২
শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা।
৬ / ১২
উদ্বোধন শেষে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে শিক্ষার্থীরা।
৭ / ১২
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।
৮ / ১২
সুডোকু প্রতিযোগিতা।
৯ / ১২
গণিত উৎসবে ড্রোন ওড়ানোর হাতেখড়ি।
১০ / ১২
রোবোটিকসের কর্মশালায় শিক্ষার্থীরা।
১১ / ১২
শিক্ষার্থীদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা।
১২ / ১২
উৎসবে ছিল প্রদর্শনী দাবার আয়োজন।