কাপ্তাই হ্রদের মাছ যায় সারা দেশে

মাছের রাজ্য কাপ্তাই হ্রদ। ছোট ট্যাংরা, কাতলা, চিতল, কালবাউশ, কাচকি, বাচা, আইড়, চাপিলাসহ হরেক মাছ আটকা পড়ে জালে। কাপ্তাই হ্রদের তরতাজা মাছ চলে যায় সারা দেশে। মৎস্যশিকারিরা মাছ নিয়ে যান রাঙামাটির ফিশারি কার্যালয়ে। সেখানে ওজন মেপে নির্দিষ্ট পরিমাণে কর পরিশোধের পর দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বিভিন্ন মাছ।

১ / ১২
মাঝ দ্বীপে কাপ্তাই হ্রদে জাল ফেলা হয়েছে
২ / ১২
ছোট মাছ ধরা হচ্ছে। রাবার বাগান এলাকা
৩ / ১২
হ্রদে আগের দিন সন্ধ্যায় ফেলা জাল সকালে তুলে আনছেন এক মৎস্যশিকারি। ধরা পড়েছে লুন্ডু মাছ। খেপ্পোপাড়া এলাকা
৪ / ১২
হ্রদ থেকে ধরা তরতাজা ট্যাংরা মাছ
৫ / ১২
হ্রদের কাতলা ও চিতল মাছ
৬ / ১২
কাপ্তাই হ্রদের বাচা ও পাবদা মাছ। বনরূপা বাজার
৭ / ১২
ফলই মাছ। কলেজ গেট মাছ বাজার
৮ / ১২
কাপ্তাই হ্রদের কাজলি মাছ। রিজার্ভ বাজার লঞ্চঘাটে
৯ / ১২
আইড় মাছ। রিজার্ভ বাজার লঞ্চঘাট
১০ / ১২
ড্রামভর্তি মাছ বরফে ঢাকা হচ্ছে, এই মাছ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাবেন ব্যবসায়ীরা। কাঁঠালতলি ফিশারি কার্যালয় প্রাঙ্গণ
১১ / ১২
বরফ দিয়ে ড্রামভর্তি মাছ ট্রাকে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কাঁঠালতলি ফিশারি কার্যালয় প্রাঙ্গণ
১২ / ১২
কাপ্তাই হ্রদে মাছ আহরণের জন্য নতুন পুরোনো কাচকি জাল বুনেছেন মৎস্যশিকারিরা। বিলাইছড়িপাড়া