সিলেটে তরমুজের আড়ত

সিলেটে জমে উঠেছে মৌসুমি ফল তরমুজের ব্যবসা। বরিশালের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে সিলেট নগরের কদমতলির ফলের আড়তে তরমুজ আনা হয়। সেখানে একেকটি তরমুজ আকারভেদে ৫০ থেকে ২৫০ টাকায় কেনেন খুচরা বিক্রেতারা। পরে সেসব তরমুজ সিলেটের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তরমুজের আড়ত ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৯
বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে তরমুজ
২ / ৯
তরমুজ কিনতে এসে বাছাই করছেন একজন খুচরা বিক্রেতা
৩ / ৯
কদমতলি আড়তে প্রতিদিন অন্তত ১০ ট্রাক তরমুজ আসে
৪ / ৯
ট্রাক থেকে তরমুজ নামিয়ে রাখা হয় আড়তে
৫ / ৯
ট্রাক থেকে তরমুজ নামানোর পর আকারভেদে আলাদা করে রাখেন শ্রমিকেরা
৬ / ৯
আড়ত থেকে তরমুজ নেওয়ার জন্য ভ্যানচালকদের অপেক্ষা
৭ / ৯
কড়া রোদের মধ্যে ট্রাকে থাকা তরমুজ ঢেকে রাখা হচ্ছে
৮ / ৯
একসঙ্গে দুটি তরমুজ নিয়ে যাচ্ছেন একজন
৯ / ৯
আড়ত থেকে তরমুজ কিনে বিক্রির জন্য বেরিয়েছেন একজন খুচরা বিক্রেতা