বর্ণিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

নেচেগেয়ে হাজারো মানুষ অংশ নিয়েছেন ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য়। এবারের পয়লা বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আজ সোমবার সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১০টায়। ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নিয়ে এই ছবির গল্প—

১ / ১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ।
২ / ১৪
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৩ / ১৪
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপলক্ষে শোলা দিয়ে নতুন করে বানানো হয় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’।
৪ / ১৪
শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল।
৫ / ১৪
শোভাযাত্রায় বাঘের মোটিফ।
৬ / ১৪
শোভাযাত্রায় অংশ নেয় পুলিশের অশ্বারোহী দল।
৭ / ১৪
শোভাযাত্রা ঘিরে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
৮ / ১৪
শোভাযাত্রায় ছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা।
৯ / ১৪
শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১০ / ১৪
শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা নিজেদের মতো করে সেজেগুজে অংশ নেন।
১১ / ১৪
একই রকমের পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন কয়েকজন পাহাড়ি তরুণী।
১২ / ১৪
শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়।
১৩ / ১৪
ঘোড়ার মোটিফ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।
১৪ / ১৪
শোভাযাত্রায় মাছসহ বিভিন্ন মোটিফ।