নতুন ধান কাটা–মাড়াইয়ের ব্যস্ততা

গ্রামে কৃষক পরিবারে হেমন্ত মানেই নতুন ধানে নবান্ন। হেমন্তের এই সময়ে গ্রামবাংলায় চলছে আমন ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত। সিলেটের বিভিন্ন উপজেলায় এ বছরও আমনের ফলন ভালো হয়েছে। নতুন ধানে তাই কৃষকের মুখেও লেগে আছে হাসি। বাড়ির ছোট-বড় সবাই এখন সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। মাড়াই শেষে খলায় ধান ঝাড়া-শুকাতে ব্যস্ত সবাই। হেমন্তের বিকেলে ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রাম থেকে তোলা।

১ / ১২
ধান কাটছেন কৃষকেরা
২ / ১২
ফলন ভালো হওয়ায় কৃষকের মনেও আনন্দ
৩ / ১২
ধান কেটে খলায় আনা হচ্ছে
৪ / ১২
মাড়াই শেষে স্তূপ করে রাখা হচ্ছে আমন ধান
৫ / ১২
ধান স্তূপ করে রাখছে এক কিশোর
৬ / ১২
বাড়ির পাশে খলায় ধান শুকাতে দেওয়া হয়েছে
৭ / ১২
পাকা আমন ধানের খেতের পাশ দিয়ে হাঁটছেন এক নারী
৮ / ১২
ধান থেকে ময়লা–আবর্জনা খুঁটে বের করছেন এক কৃষক
৯ / ১২
ধান শুকাতে দেওয়ার জন্য প্লাস্টিকের মাদুর আনছেন একজন
১০ / ১২
হেমন্তের বিকেলে সবাই ব্যস্ত নতুন ধান ঘরে তুলতে
১১ / ১২
ফলন ভালো হয়েছে, তা দেখাচ্ছেন এক কৃষক
১২ / ১২
ধান ঝাড়ছেন এক কিষানি