শীতের চিড়িয়াখানায় পশুপাখির জীবন

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ, মেছো বাঘ ও ময়ূরসহ নানা পশুপাখি রয়েছে। বছরের অন্য সময় তারা বেশ ফুরফুরে মেজাজে থাকে। তবে শীতে এলে সেই ছন্দে কিছুটা ভাটা পড়ে। মানুষের পাশাপাশি কাবু হয়ে যায় চিড়িয়াখানার পশুপাখিও। শীতে চিড়িয়াখানার পশুপাখির জীবন নিয়ে ছবির গল্প।

১ / ৮
শীতের সকালে জবুথবু হয়ে বসে আছে বানরের দল।
২ / ৮
ঠান্ডা থেকে বাঁচতে গুটিসুটি মেরে বসে আছে কয়েকটি বাঘ।
৩ / ৮
আয়েশি ঘুম দিচ্ছে ময়ূর।
৪ / ৮
মাঘের শীত বাঘকেও ছাড়ে না।
৫ / ৮
বালুর ওপর বসে আছে ভালুক।
৬ / ৮
শীতে চুপটি করে বসে আছে কবুতর।
৭ / ৮
পালকের মধ্যে ঠোঁট ঢুকিয়ে বসে আছে ময়ূর।
৮ / ৮
ঠান্ডা থেকে রক্ষা পেতে শুকনা খড়ের ওপর বসে আছে মেছো বিড়াল।