হালখাতা তৈরিতে ব্যস্ততা
নতুন বাংলা বছর ১৪৩২ সমাগত। নববর্ষকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। নতুন বাংলা বছরের প্রথম দিন দোকানে দোকানে খোলা হয় নতুন হিসাব, যা ‘হালখাতা’ নামে পরিচিত। এর জন্য ব্যবসায়ীরা ব্যবহার করেন নতুন খাতা। সেই খাতা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, কারিগর ও শ্রমিকেরা। প্রতিটা খাতা আকার ও মান ভেদে বিক্রি করা হয় ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। হালখাতা নিয়ে ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯