জাঁকজমক সাকরাইন উৎসব

সংস্কৃত ‘সংক্রান্তি’ শব্দের অর্থ শেষ। অর্থাৎ ‘পৌষসংক্রান্তি’ হলো পৌষের শেষ দিন। সূর্য তার অক্ষ পরিক্রমায় মকর রাশির অংশে প্রবেশ করে বলে এটি ‘মকরসংক্রান্তি’ নামেও পরিচিত। মকরসংক্রান্তি মূলত একটি প্রাচীন ভারতীয় সৌর উৎসব। তবে পুরান ঢাকায় পৌষসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসবের সঙ্গে কোনো ধর্মীয় আচারের সংশ্লিষ্টতা নেই। এটি সর্বজনীন ঢাকাইয়া উৎসবে রূপ নিয়েছে। বর্তমানে দিনভর ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গা–তীরবর্তী ঢাকা শহরের আকাশ।

১ / ৮
পুরান ঢাকায় ছাদে ছাদে দিনভর পরিবারের সবাই মিলে ঘুড়ি ওড়ান
২ / ৮
পশ্চিম আকাশে সূর্যাস্তের সময়ও আকাশে থাকে নানা নকশার ঘুড়ি
৩ / ৮
সন্ধ্যা হতেই শুরু হয় বিভিন্ন ছাদে আলোর ঝলকানি
৪ / ৮
ছাদে ছাদে চলে আলোর খেলা
৫ / ৮
ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে জানার পরও মুখ থেকে কেরোসিন ছুড়ে আগুন দিয়ে চলে বিভিন্ন খেলা
৬ / ৮
অনেকে আবার ওড়ান ফানুস
৭ / ৮
পুরান ঢাকার সাকরাইন উৎসবে আতশবাজি
৮ / ৮
সাকরাইন উৎসবে আতশবাজি ও লেজার শোতে জাঁকজমক উদ্‌যাপন