বোরো ধান চাষে ব্যস্ত কৃষকেরা

আমন ধান ঘরে তোলা হয়ে গেছে। এখন কৃষকদের অনেকে জমিতে নেমে পড়েছেন বোরো চাষে। হাল দিয়ে জমি প্রস্তুত করে বীজ ফেলে চারা উৎপাদন করা হচ্ছে। কিছুদিন পর সেই চারা রোপণ করা হবে জমিতে। তাই কেউ জমির নাড়া কাটতে, কেউ জমি চাষে আবার কেউ ধানের বীজ ফেলতে ব্যস্ত সময় পার করছেন। শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে করে যাচ্ছেন তাঁরা। ছবিগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তোলা।

১ / ১১
জমিতে উৎপাদন করা হচ্ছে বোরো ধানের চারা
২ / ১১
জমিতে ফেলা ধানের বীজ
৩ / ১১
বীজ থেকে জন্মেছে বোরো ধানের চারা
৪ / ১১
পাখির কবল থেকে ধানের বীজ ও চারা রক্ষায় লাঠিতে পলিথিন বেঁধে রাখা হয়েছে
৫ / ১১
জমি প্রস্তুত করতে ব্যস্ত দুই কৃষক
৬ / ১১
বোরো ধানের বীজ বপন করতে জমি প্রস্তুত করা হচ্ছে
৭ / ১১
ট্রাক্টর দিয়ে জমিতে হাল দেওয়া হচ্ছে
৮ / ১১
হাল দেওয়া জমিতে খাবারের সন্ধানে বক
৯ / ১১
জমিতে ফেলা হচ্ছে ধানের বীজ
১০ / ১১
ধানের চারায় সবুজ হয়ে উঠেছে জমি
১১ / ১১
জমি তৈরির জন্য পোড়ানো হচ্ছে আমন ধানের খেতের অবশিষ্টাংশ