দেশজুড়ে মেলার উৎসব-উদ্দীপনা

বাংলা বর্ষের বিদায় ও নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চৈতালি ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাটির তৈরি নানা রঙের হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলা, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাঁই, খালই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙ্গি, তরমুজ, মুড়িমুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। সারা দেশের বিভিন্ন স্থানের মেলার চিত্র নিয়ে এই ছবির গল্প

১ / ৮
শ্রীপুরের সাতআনী বাজারে চৈতালি মেলায় মানুষের ভিড়। শ্রীপুর, গাজীপুর, ১৩ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
২ / ৮
সাতআনী বাজারে চৈতালি মেলায় মানুষের সমাগম। শ্রীপুর, গাজীপুর, ১৩ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৩ / ৮
বিভিন্ন জায়গায় বসবে বৈশাখী মেলা। মেলা সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীর পালপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা। নিকলী, কিশোরগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ৮
বৈশাখী মেলা সামনে রেখে মৃৎশিল্পীদের ব্যস্ততা। নিকলী, কিশোরগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ৮
চৈতালি মেলায় আগত মানুষের ভিড়। শ্রীপুর, গাজীপুর, ১৩ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৬ / ৮
বৈশাখী মেলায় নেওয়ার জন্য তৈরি করা হয়েছে মাটি দিয়ে তৈরি করা বাহারি রঙের এসব নারকেল। দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৭ / ৮
বৈশাখী মেলায় বিক্রির জন্য পলিথিনে ভরে রাখা হয়েছে মাটির বাহারি খেলনা। দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ৮
মেলায় আসা নারী ও শিশুদের পদচারণে ভদ্রাবতী নদীর পাড়ে বারুহাঁস বাজার এলাকা জমজমাট হয়ে উঠেছে। তাড়াশ, সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: সাজেদুল আলম