সেন্ট গ্রেগরিজ স্কুলে বিজ্ঞান উৎসব

‘আজকের উদ্ভাবন আগামীর সুরক্ষা’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজে চলছে তিন দিনব্যাপী  ৬৮তম এসজিএইচএসসি বার্ষিক ও ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব। এবারের উৎসবে ৩৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব এ আয়োজন করেছে। উৎসব ঘুরে ছবিগুলো তোলা—

১ / ১২
বিজ্ঞান উৎসবে সাজানো হয়েছে স্কুল প্রাঙ্গণ
২ / ১২
শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখছেন উৎসবের অতিথি ও দর্শনার্থীরা
৩ / ১২
খুদে দর্শনার্থীদের নিজেদের প্রজেক্ট সম্পর্কে বোঝাচ্ছে শিক্ষার্থীরা
৪ / ১২
খুদে বিজ্ঞানীরা নিজেদের প্রজেক্ট নিয়ে সহপাঠী–বন্ধুদের সঙ্গে কথা বলছে
৫ / ১২
উৎসবে রয়েছে বিজ্ঞান বিষয়ে পোস্টার প্রতিযোগিতা
৬ / ১২
ভূমিকম্পে টিকে থাকতে সক্ষম আধুনিক নগরের মডেল নিয়ে কথা বলছে খুদে বিজ্ঞানীরা
৭ / ১২
উৎসবে এসেছেন অভিভাবকেরাও। খুদে বিজ্ঞানীদের কাছ থেকে প্রজেক্টের খুঁটিনাটি শুনছেন
৮ / ১২
নিজেদের প্রজেক্ট নিয়ে আলোচনা করছে শিক্ষার্থীরা
৯ / ১২
সৌরবিদ্যুতের ব্যবহার বুঝিয়ে দিচ্ছে এক খুদে বিজ্ঞানী
১০ / ১২
প্রজেক্ট নিয়ে আলাপ করছে দুই শিক্ষার্থী
১১ / ১২
প্রজেক্ট সম্পর্কে শুনছে শিক্ষার্থীরা
১২ / ১২
উৎসব প্রাঙ্গণে রকেটের মডেলের সঙ্গে ছবি তুলছে এক শিক্ষার্থী