মাধবকুণ্ডে বারুণী স্নান ও মেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে প্রতিবছরের মতো এবারও বারুণী স্নান ও মেলার আয়োজন করা হয়। গতকাল বুধবার (২৬ মার্চ) গভীর রাতে আনুষ্ঠানিকভাবে পুণ্যস্নান শুরু হয়। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত পর্যন্ত তা চলবে। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ অনুষ্ঠান হয়ে থাকে। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। সেখানে মেলায় দেশীয় বিভিন্ন কারুপণ্য, মাটির তৈরি জিনিসপত্র, গৃহস্থালিসামগ্রী, শিশুদের খেলনা, বিভিন্ন ধরনের খাবার, কাপড়, শাকসবজি, মাছ ও ফলের দোকান বসে। মাধবকুণ্ডে বারুণী স্নান ও মেলা নিয়ে ছবির গল্প।

১ / ৮
সন্তানকে নিয়ে পুণ্যস্নানের উদ্দেশ্যে।
২ / ৮
জলপ্রপাতে জড়ো হন কয়েক হাজার পুণ্যার্থী।
৩ / ৮
জলপ্রপাতের পাশে পাথরের ঢাল। স্নান সেরে সেখানে ছায়ায় বিশ্রাম নেন পুণ্যার্থীরা।
৪ / ৮
মেলায় উঠেছে কাঠের তৈরি ‘ঘাইল’ বা উড়ুন গাইন, যাতে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য গুঁড়া করা হয়।
৫ / ৮
পিতলের তৈরি একটি জিনিস কিনতে আগ্রহী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক নারী।
৬ / ৮
কাঠের ছোট ছোট গৃহস্থালি পণ্য আসে মেলায়।
৭ / ৮
সিলেট অঞ্চলের আনারস নিয়ে বিক্রেতা।
৮ / ৮
পুণ্যার্থীদের চলাচলের সুবিধার্থে রয়েছেন নিরাপত্তাকর্মী।