ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলমুখী মানুষ

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। আজ শুক্রবার ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দেশের দক্ষিণাঞ্চল থেকে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। চট্টগ্রাম রেলস্টেশনেও দেখা গেছে মানুষের চাপ। ঢাকার সদরঘাট ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক দীপু মালাকার ও জুয়েল শীল

১ / ৮
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। আজ ভোরে সদরঘাট টার্মিনাল এলাকায়
ছবি: দীপু মালাকার
২ / ৮
ভোরে সদরঘাট পৌঁছানোর পর লঞ্চ থেকে নেমে যে যাঁর পথে রওনা হয়েছেন। তাঁদের কারও কারও সঙ্গে ছিল ভারী ব্যাগ-বস্তা
ছবি: দীপু মালাকার
৩ / ৮
যাত্রাপথের ক্লান্তির মধ্যেও ছোট্ট শিশুটিকে আদর করতে ভোলেননি এই অভিভাবক
ছবি: দীপু মালাকার
৪ / ৮
লঞ্চ থেকে নেমে কেউ কেউ যানবাহন পেলেও বেশির ভাগ মানুষ নিজেরাই ব্যাগ-বস্তা বয়ে চলছেন। সবার মুখেই ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটিয়ে আসার প্রশান্তি
ছবি: দীপু মালাকার
৫ / ৮
ছুটি শেষ, ফিরতে হবে কর্মক্ষেত্রে। চাঁদপুর থেকে উপচে পড়া যাত্রী নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে মেঘনা এক্সপ্রেস। আজ সকালে চট্টগ্রাম রেলস্টেশনে
ছবি: জুয়েল শীল
৬ / ৮
ট্রেন থেকে নেমে হাসিমুখে ফিরছেন অনেকে। কারও কারও চোখে-মুখে নিরাপদে ফিরতে পারায় স্বস্তির ছটা
ছবি: জুয়েল শীল
৭ / ৮
মা–বাবা ও পরিবারের বড়দের হাত ধরে ফিরছে শিশুরাও
ছবি: জুয়েল শীল
৮ / ৮
বন্দরনগরী চট্টগ্রামে কর্মক্ষেত্রে যোগ দিতে গ্রাম থেকে ফেরা মানুষের স্রোত।
ছবি: জুয়েল শীল