বিদেশে যাচ্ছে বগুড়ার আলু
বিদেশে রপ্তানি হচ্ছে বগুড়ার আলু। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৩০ ট্রাক (৪ লাখ ২০ হাজার কেজি) আলু পাঠিয়েছেন শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া বলরামপুর এলাকার ব্যবসায়ী বদিউজ্জামান। রপ্তানির জন্য ট্রাকে করে আলু নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে জাহাজে করে তা দেশের বাইরে পাঠানো হয়। এই মুহূর্তে ৮৪ হাজার কেজি আলু সরবরাহের ফরমাশ পেয়েছেন বদিউজ্জামান। সে লক্ষ্যে আলু কিনে ধুয়ে বাছাইয়ের কাজ চলছে। তিনি প্রথম আলোকে বলেন, এ বছর দুই জাতের আলু ফরমাশ পেয়েছেন—একটি দেশি পাকড়ি জাত, আরেকটি ডায়মন্ড। বিদেশে রপ্তানি হওয়া বগুড়ার আলু নিয়ে এই ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০