গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠান

রুবিকস কিউব মেলানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর গান, জাদু ও বিটবক্সের তালে চলে মাথা দোলানো। সবশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী। আজ শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে দিনভর চলে ‘ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫’ ও ‘২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’–এর সমাপনী এই অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই উৎসবের আজ ছিল শেষ দিন। গণিত উৎসবের নানা আয়োজন দেখে নিন ছবিতে।

১ / ১৩
সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে মঞ্চে আসেন গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ও অতিথিরা।
২ / ১৩
বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি আবদুল হাকিম খান।
৩ / ১৩
বক্তব্য দেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা।
৪ / ১৩
কথা বলছেন ডাচ্‌-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান।
৫ / ১৩
শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলছেন বাংলাদেশ গণিত দলের কোচ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার।
৬ / ১৩
অনুষ্ঠানে কথা বলছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক।
৭ / ১৩
শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জেতার অভিজ্ঞতা শোনায় আরিয়েত্তি ইসলাম (বাঁয়ে) এবং রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধ ‘ব্লাডলিংক’ নামে একটি অ্যাপ বানানোর অভিজ্ঞতা শোনায় তামজিদ রহমান (ডানে)। এই পর্বটি পরিচালনা করেন গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও প্রথম আলো ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান (মাঝে)।
৮ / ১৩
রুবিকস কিউব প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কয়েকজন শিক্ষার্থী।
৯ / ১৩
গান পরিবেশন করছেন ব্যান্ড দল ‘এসেইস’-এর সদস্যরা।
১০ / ১৩
শিক্ষার্থীদের কাছে আনন্দের উপলক্ষ ছিল স্বপন দিনারের জাদু।
১১ / ১৩
মুখ দিয়ে নানা বাদ্যযন্ত্রের শব্দ করে বিটবক্সিং করে ‘বিটমসফিয়ার’-এর সদস্যরা।
১২ / ১৩
‘মাদক’, ‘মিথ্যা’ ও ‘মুখস্থ’—এই তিনটিকে ‘না’ বলে শিক্ষার্থীরা।
১৩ / ১৩
জাতীয় গণিত উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা।