শীতের সকালে ‘লুলার বিলে’

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লুলার বিল। জলকরকান্দি গ্রাম লাগোয়া বিলটি যেন শান্ত এক প্রকৃতির আঁকা ছবির মতো। বর্ষায় পানি থাকলেও শীতে বিলের পানি কমে যায়। তখন সেখানে বোরো ধান রোপণ করা হয়। শীতের সকালে কুয়াশায় ঢাকা বিলটি স্নিগ্ধতা ছড়ায়। বিলে বকসহ নানা প্রজাতির পাখির ওড়াউড়ি চোখে পড়ে দূর থেকে। বিলের ধারে গরু চরাতে আসেন স্থানীয় লোকজন। হাওর-বিলের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে সিলেট শহর থেকে ১০ কিলোমিটার দূরত্বে ‘লুলার বিল’ যেতে পারেন যে কেউ।

১ / ৮
শীতের সকালে লুলার বিলের চিত্র।
২ / ৮
লুলার বিলে ধানখেতে পুঁতে রাখা হয়েছে কাকতাড়ুয়া।
৩ / ৮
কুয়াশামাখা বিলে উড়ছে সাদা বক।
৪ / ৮
বিলের মাছ ধরার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।
৫ / ৮
শীতে পানি কমে গেলে সেই পানি সেচ দিয়ে মাছ ধরা হয়।
৬ / ৮
বিলে গরু নিয়ে আসছেন এক ব্যক্তি।
৭ / ৮
বাঁশের খুঁটিতে মাছ শিকারের অপেক্ষায় পানকৌড়ি।
৮ / ৮
কুয়াশায় জড়ানো সকালে জবুথবু হয়ে বসে আছে একটি চিল।