ঈদ ঘিরে পুরোনো বাস মেরামতে ব্যস্ত শ্রমিকেরা

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সড়ক ও মহাসড়কে যাত্রী পরিবহনের জন্য চট্টগ্রামে পুরোনো বাস প্রস্তুত করা হচ্ছে। অনেক লক্কড়ঝক্কড় বাসে রং করে ও সামান্য মেরামত করে নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। নগরের বহদ্দারহাট বাস টার্মিনালের বিভিন্ন গ্যারেজে রং, ওয়েল্ডিং ও টায়ার বদলানোর কাজ চলছে পুরোদমে।

১ / ১০
বাসের সামনে ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক।
২ / ১০
গ্যারেজগুলোতে জোরেশোরে কাজ চলছে।
৩ / ১০
পুরোনো রং ঘষে বাসের গায়ে নতুন রঙ করা হচ্ছে।
৪ / ১০
বাসের ভেতর ওয়েল্ডিংয়ের কাজ চলছে।
৫ / ১০
বাসে রং করার কাজে ব্যস্ত শ্রমিক।
৬ / ১০
ফিতা দিয়ে মেপে নকশার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৭ / ১০
তৈরি করা হচ্ছে নতুন বাস।
৮ / ১০
রং করার সময় জানালা ও সামনের অংশে পলিথিন মুড়িয়ে দেওয়া হয়েছে।
৯ / ১০
ড্রিল করে আসন বসানোর কাজ চলছে।
১০ / ১০
পুরোনো লাইট মেরামত করছেন একজন শ্রমিক।