অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের কারিগরেরা

ছোট ছোট কারখানায় অ্যালুমিনিয়ামের গোলাকার পাত ঘূর্ণমান ছাঁচে ফেলে তৈরি করা হচ্ছে কলস, হাঁড়ি-পাতিল, কড়াইসহ বহু ধরনের তৈজসপত্র। এসব কারখানায় প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষশ্রমিকদের পাশাপাশি কাজ করছে শিশুশ্রমিকেরাও। শ্রমিকদের অনেকে সুরক্ষার জন্য কোনো ধরনের চশমা, দস্তানা বা মুখোশ ব্যবহার না করেই ঝুঁকিপূর্ণভাবে কাজ করেন।

১ / ১০
মেশিনের মাধ্যমে ছুরিতে ধার দেওয়া হচ্ছে।
২ / ১০
কলস তৈরি করা হচ্ছে।
৩ / ১০
ঝুঁকিপূর্ণভাবে কাজ করেন শ্রমিকেরা।
৪ / ১০
তৈরি হওয়ার পর কলস সাজিয়ে রাখছে এক শিশুশ্রমিক।
৫ / ১০
কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে এক শিশুশ্রমিক।
৬ / ১০
কাজে ব্যস্ত নানা বয়সী শ্রমিক।
৭ / ১০
অ্যালুমিনিয়ামের টিফিন বাটি তৈরি করার পর সাজিয়ে রাখা হয়েছে।
৮ / ১০
পাত্রে আগুনের তাপ দিচ্ছেন এক নারী শ্রমিক।
৯ / ১০
খেলার বয়সে কারখানায় শ্রমিকের কাজ করছে শিশুরা।
১০ / ১০
তৈরি করা তৈজসপত্র বিক্রির জন্য ভ্যানে করে নেওয়া হচ্ছে।