খাদিমনগর জাতীয় উদ্যানে ভ্রমণ

জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত খাদিমনগর জাতীয় উদ্যান। এটি সিলেট সদরের খাদিমনগর এলাকায় অবস্থিত। উদ্যানে ভ্রমণকারীদের জন্য রয়েছে তাঁবুবাস ও ক্যাম্পিংয়ের বিশেষ সুবিধা। সিলেট শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে চা-বাগান ও টিলাবেষ্টিত উদ্যানটি বন বিভাগের অধীন সিলেট উত্তর রেঞ্জ-১ এবং খাদিমনগর বন বিটের আওতাভুক্ত। খাদিমনগর উদ্যান থেকে সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।  

১ / ১১
উদ্যানের প্রবেশ ফটক। সেখানে প্রবেশমূল্য ২৩ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য ১১ টাকা ৫০ পয়সা। আর বিদেশিদের জন্য ৫০০ টাকা।
২ / ১১
প্রবেশ করতেই চোখে পড়বে ব্যাঙের ছাতার আদলে তৈরি করা বসার জায়গা।
৩ / ১১
বন বিভাগের কার্যালয়ে যাওয়ার সিঁড়ি।
৪ / ১১
এমন পথ ধরে খাদিমনগর উদ্যানের ভেতরে যেতে হয়।
৫ / ১১
উদ্যানে নানা রকম গাছের সমারোহ।
৬ / ১১
উদ্যানের ভেতর দিয়ে বয়ে গেছে ছোট ছোট ঝিরি। তার ওপর দিয়ে চলার জন্য বানানো হয়েছে বাঁশের সাঁকো।
৭ / ১১
কেউ চাইলে বসে উদ্যানের শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন।
৮ / ১১
দেখা মেলে নানা প্রজাতির কীটপতঙ্গ।
৯ / ১১
মুখপোড়া হনুমানসহ বিভিন্ন বন্য প্রাণীরও দেখা মেলে উদ্যানে।
১০ / ১১
উদ্যানের ভেতরে ঝিরিপথ।
১১ / ১১
উদ্যানের ভেতর তাঁবুতে থাকছেন কয়েকজন ভ্রমণকারী।