মারমা সম্প্রদায়ের বর্ষবরণ

বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে শুরু হয়েছে। এবার উৎসবের স্লোগান ‘প্রতিটি ফোঁটা-ই হোক শান্তির দূত, পৃথিবী হোক শান্তিময় জলধারা’। এ উৎসব আজ ১৩ এপ্রিল শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আজ সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই মঙ্গল শোভাযাত্রায় ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নানা বয়সের মানুষ অংশ নেন। মৈত্রী পানি বর্ষণ এবং নানা খেলাধুলার মাধ্যমে এই মাহা সাংগ্রাইং পোয়ে উৎসবের শেষ হবে।

১ / ১১
মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা।
২ / ১১
শোভাযাত্রায় অংশ নেওয়া মারমা তরুণীরা।
৩ / ১১
নানা ধরনের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় আসেন মারমা সম্প্রদায়ের মানুষ।
৪ / ১১
নানা সাজে সেজেছে পাহাড়ি শিশুরা।
৫ / ১১
বাদ্যযন্ত্র বাজাচ্ছেন পাহাড়ি শিল্পীরা।
৬ / ১১
পিকআপ ভ্যানে আনন্দে মেতেছে শিশুরা।
৭ / ১১
মারমা তরুণী খোঁপায় ফুল দিয়ে সেজেছে।
৮ / ১১
মঙ্গল শোভাযাত্রার একাংশ।
৯ / ১১
নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে দুই মারমা তরুণী।
১০ / ১১
শোভাযাত্রায় অংশ নেওয়া দুই মারমা তরুণী।
১১ / ১১
মঙ্গল শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করছেন ম্রো নারীরা।