ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আজ দেশের বিভিন্ন স্থানের বিনোদনকেন্দ্রগুলো উপচে পড়েছে মানুষের ভিড়ে। ঈদের ছুটির সময় বিনোদনকেন্দ্রগুলোয় ফি বছর ভিড় লেগে থাকে। ঈদের আনন্দ বাড়িয়ে দেয় এসব কেন্দ্র। বিশেষ করে এসব স্থানে আসার ক্ষেত্রে শিশুদের আগ্রহ বেশি। তবে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব কেন্দ্রে গিয়ে আনন্দ উপভোগ করে। একেক এলাকার একেক ধরনের বিনোদনকেন্দ্রের আকর্ষণ থাকে, কোথাও শিশুপার্ক, কোথাও লেক, নদীর ধার। দেশের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরে এসব ছবি তোলা।

১ / ৬
ঈদ উপলক্ষে নগরের বিনোদনকেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়। ছবিটি রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা থেকে তোলা। ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২ / ৬
নৌকায় চড়তে মানুষের ভিড়। রাজশাহী নগরের টি বাঁধে
ছবি: শহীদুল ইসলাম
৩ / ৬
রাজশাহী নগরের বিনোদনকেন্দ্র টি বাঁধের প্রবেশদ্বারে মোটরসাইকেল গ্যারেজ। ভোগান্তিতে ঘুরতে আসা মানুষ
ছবি: শহীদুল ইসলাম
৪ / ৬
রাঙামাটি পলওয়েল পার্ক এলাকায় কাপ্তাই হ্রদে কায়াকিং ভ্রমণে পর্যটকেরা
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৬
রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়। ১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৬
শিশুরা ঈদ আনন্দে মাতোয়ারা। রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা।  ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম