গাজর পরিষ্কারে ‘ড্রাম প্রযুক্তি’

শীত চলে গেলেও শীতকালীন সবজি গাজর এখনো আছে বাজারে। মাঠ থেকে তুলে আনা গাজর ধুয়ে বস্তাবন্দী করা হচ্ছে ঢাকায় পাঠানোর জন্য। বর্তমানে প্রতি মণ গাজর বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। আর এই গাজর ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছে স্থানীয় প্রযুক্তিতে তৈরি ড্রাম যন্ত্র। আগে সনাতন পদ্ধতিতে গাজর ধুতে অনেক সময় ও শ্রমিকের প্রয়োজন হতো, যা ড্রাম প্রযুক্তিতে খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী এলাকায় গাজর পরিষ্কারের কর্মযজ্ঞ নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
মাঠ থেকে আনা মাটি লেগে থাকা গাজর নেওয়া হচ্ছে পরিষ্কার করার জন্য
২ / ১০
ড্রামের ভেতরে দেওয়া হচ্ছে গাজর
৩ / ১০
এমন ড্রামে অনেক গাজর একসঙ্গে পরিষ্কার করা যায়
৪ / ১০
পরিষ্কারের পর ড্রাম থেকে বের হয়ে আসছে চকচকে গাজর
৫ / ১০
কাজের মধ্যে চলে দুই শ্রমিকের খুনসুটি
৬ / ১০
পানি মেরে আবার পরিষ্কার করা হচ্ছে গাজর
৭ / ১০
পরিষ্কার করার পর গাজর ঝুড়িতে তোলা হচ্ছে
৮ / ১০
একদিকে ঝুড়িতে তোলা হচ্ছে, অন্যদিকে বস্তাবন্দী করা হচ্ছে গাজর
৯ / ১০
বস্তায় ভরার জন্য পরিষ্কার গাজর আনা হচ্ছে
১০ / ১০
গাজরভর্তি বস্তা বেঁধে ঢাকায় পাঠানোর জন্য সারি সারি সাজিয়ে রাখা হয়েছে