হাওরে বোরো চাষ
পানি কমার সঙ্গে সঙ্গে সিলেটের হাওরাঞ্চলে পুরোদমে শুরু হয়েছে বোরো রোপণ। শীতের এই সময়ে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন হাওরে বোরো চাষে ব্যস্ত থাকেন কৃষকেরা। বেশির ভাগ হাওর এক ফসলি হওয়ায় এখানকার কৃষকদের কাছে বোরো চাষ গুরুত্বপূর্ণ। আগামী বৈশাখে হাওরে হাওরে ধান কাটা শুরু হবে। ছবিগুলো সিলেট সদরের ফাগইল, বাইশটিলা, উফতার হাওর ও বাউয়ারকান্দি হাওর থেকে তোলা